
তাসীন তিহামী, তিতাস (কুমিল্লা) :
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা-মাশাইখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের ওলামা-মাশাইখ সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।
কুমিল্লা জেলা উত্তরের ওলামা-মাশাইখ শিক্ষা ও সাহিত্য বিভাগের সভাপতি ও সহকারী অঞ্চল পরিচালক মোহাম্মদ শহীদুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, কুমিল্লা জেলা উত্তরের বাংলাদেশ মসজিদ মিশন বিভাগের সহ-সভাপতি অধ্যাপক কাজী মাওলানা বশিরুল্লাহ, কুমিল্লা জেলা উত্তরের বাংলাদেশ মসজিদ মিশন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম মাওলা ফারুকী, হোমনা উপজেলার সেক্রেটারি শাখাওয়াত হোসেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ছবির হোসেন।
বাংলাদেশ মসজিদ মিশন বিভাগ মেঘনার সভাপতি মো. আনিছুর রহমান মিয়াজীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রউফ, মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাকারিয়া মোল্লা, মাওলানা গোলাম মোস্তফা, চান্দেরচর মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, মোহনপুর মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু জাফর সালেহী, মাওলানা আবদুল কাদের মোল্লা, মাওলানা ওবায়দুল হক, মাওলানা ছগির আহমেদ, মাওলানা মাছুম, মাওলানা মিজানুর রহমান আলমগীর প্রমুখ।