তাসীন তিহামী :
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর পশ্চিমপাড়া মরহুম দৌলদমুন্সি জামে মসজিদে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রিয়াজুল ইসলাম প্রধানের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আহমেদ হৃদয় সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা, আক্তারুজ্জামান, গিয়াসউদ্দিন, নজরুল মাঝি, তৌহিদুর রহমান বাবুল, আজিজ শিকদার, শিপন আহমেদ, খোকন মিয়া, নেক্তার সরকারসহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, “আমরা তরুণ নেইকো ভয়, বিপদকে মোরা করবো জয়” স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১৯ সালের শেষের দিকে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নবজাগরণ” প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার, গরু কুরবানী করে গোশত বিতরণ, অসুস্থ ও রোগীদের চিকিৎসা সহায়তা, রক্তদান, বন্যার্তদের সহায়তা, অসহায় ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা, বৃক্ষরোপণ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কর্মসূচি, সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখা, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।