বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

হোমনায় নিলখী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

তাসীন তিহামী :

কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিলখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সামছুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি।

নিলখী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ ও বাহরাইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সচিব মো. মোজাম্মেল হক ভি.পি মুকুল, হোমনা পৌর বিএনপির আহ্বায়ক ছানাউল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল হাসান শাহিন, মো. মিজানুর রহমান, মো. হারুন অর রশিদ, আব্দুল ওহাব, মো. শাহ আলম হিমেল, মো. সাইফুল ইসলাম ভিপি রাজা, শেফালী বেগম, নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলু, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. কামাল হোসেন আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু ও মোহাম্মদ দুলাল মিয়া প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img