দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে সালমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা, মোটা অংকের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন অভিযুক্ত সালমা আক্তার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী শাহনাজ আক্তার সুমনার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে সুমনা অভিযোগ করেন সালমা তার বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। তিনি আরো দাবি করেন সালমা তার কাছে বিভিন্ন সময় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। যার তথ্য ও প্রমান তার কাছে রয়েছে। এদিকে অপর ভুক্তভোগী শাহিনা আক্তার দাবী করেন তার স্বামী স্বপনকে বিভিন্ন সময় ফাঁসিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সালমা আক্তার। এবং তাদের বিরুদ্ধে প্রায় ২০ টি মামলা করেছে সালমা। গত তিনদিন যাবৎ তার স্বামী স্বপনের কোনো হদিস পাচ্ছে না ভুক্তভোগী শাহিনা আক্তার। এ সময় তিনি হয়রানি ও পরিবারের অভাব অনটনের কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ছাড়াও আরেক ভুক্তভোগী রাবেয়া আক্তার জানান,আমি সালমার সাথে সাবলেট ভাড়া ছিলাম। এবং অগ্রিম দুই মাসের ভাড়া দেওয়া ছিল। কিন্ত আমি যখন বাসা ভাড়া ছেড়ে দিতে চাই সালমা বাধাঁ দেয়। আমার সব ফার্নিচার আটকিয়ে রাখে। এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।পাঁচ লাখ টাকা দিতে অস্বীকার করায় তার নামে সালমা মিথ্যা মামলা করে বলে জানান রাবেয়া আক্তার।
ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে প্রশাসন কাছে নিরাপত্তা ও সুবিচার এবং সালমার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে সালমার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকেরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি প্রদান করেন।