সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

তিতাসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

তাসীন তিহামী : 

কুমিল্লার তিতাসে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা, তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মোস্তফা জামান আশিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ লায়লা পারভীন বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img