তাসীন তিহামী, তিতাস (কুমিল্লা) :
কুমিল্লার তিতাসে ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডারগার্টেনের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) উপজেলার ইভা মডেল হাইস্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আলী হোসেন মোল্লা।
ইভা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভা মডেল হাই স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মো. আলী হাসান মোল্লা, ইভা মডেল হাই স্কুলের ডিরেক্টর মো. আইয়ুব আলী সরকার, ইভা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা মাসুদ, কুমিল্লা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রধান প্রমুখ।