সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

তিতাসে কিশোর গ্যাংয়ের পিটুনিতে আহত যুবকের মৃত্যু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে কিশোর গ্যাংয়ের পিটুনিতে আহত প্রবাসী স্বপন ভূইয়া (৩৫) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ইস্টার্ন কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপন ভুইয়া উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সোবহান ভুইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন ভুইয়া প্রায় ১ বছর পূর্বে কুয়েত থেকে দেশে ফিরে। ওমরপুর গ্রামের শান্তি মিয়ার ছেলে আসিফের নেতৃত্বে স্বপ্নপূরণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়। এই সংগঠনের নামে স্বপনকে ইয়াবা বিক্রির অভিযোগ দিয়ে বারবার চাঁদা চাইত আসিফ। আড়াই মাস আগে সালিশি বৈঠকে স্বপনের নামে করা অভিযোগ ভুল প্রমাণিত হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ৩১ অক্টোবর রাতে স্বপনকে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে রাহিম, বাবু, দিপু, নাজমুল, রোকন, রাকিব, সাইদুলসহ ২০/৩০ জনের কিশোর গ্যাং গ্রুপ কয়েকদফা মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহতের স্ত্রী মরিয়ম আক্তার জানান, আমার স্বামী চাঁদা না দেওয়ায় আমার স্বামীকে বিনাদোষে নির্মমভাবে বেদম পিটিয়ে মেরে ফেলেছে আসিফ ও নাজমুলসহ কিশোর গ্যাং সদস্যরা। এর আগেও আমার স্বামীর কাছ থেকে ব্ল্যাকমেইল করে একাধিকবার টাকা নিয়েছে। আমার ৮ বছরের একটি সন্তান আছে, আমি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। 

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে বুধবার রাতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img