সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

তিতাসে তারুণ্যের তেজে পরিত্যক্ত পুকুর হলো পরিষ্কার

তাসীন তিহামী :

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের পরিচ্ছন্নতা অভিযানে একটি পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মূল প্রবেশপথ সংলগ্ন পরিত্যক্ত পুকুরের ঝোপঝাড়, আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা কমিটির দপ্তর সম্পাদক তৈয়ব আলী, ডা. শাহাবুদ্দিন।

বিডিক্লিনের তিতাস উপজেলা শাখার সমন্বয়ক বশির আহমেদের পরিচালনায় অভিযানে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার সাবেক সমন্বয়ক মোসলেহ উদ্দিন শান্ত, সাবেক অতিরিক্ত সমন্বয়ক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক সদস্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img