বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর গণজামায়েত

রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কেন্দ্রীয়  ইদগাহ মাঠে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিনের আয়োজন হয়। গত ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম সদর উপজেলার আমির  মাও. আব্দুস সবুর খান। 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার আমির মাও. আব্দুল মতিন ফারুকী। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির, অধ্যাপক মো.আজিজুর রহমান সরকার।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ‘ অতীতে  জামাত শিশিরের উপর অনেক হত্যা ও নির্যাতন চালানো হয়েছে। আ.লীগ সরকারের এ সকল হত্যা ও নির্যাতনের বিচার বাংলার মাটিতেই  হবে। গত ২০০৬ সালের ঘটনা বাংলাদেশ জামাতে ইসলামী ভুলে যায় নী।  তিনি উপস্থিত সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমিররা বক্তব্য রাখেন। 

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার জামায়াত- শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img