মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত

রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক বেলগাছা ইউনিয়নে সিরাত মাহফিলের আয়োজন করা হয়। 

শুত্রুবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর কুড়িগ্রাম সদর উপজেলা ৭ নং বেলগাছা ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন্নবি (সাঃ) উপলক্ষে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।  ত্রিমোহনী বাজারে অনুষ্ঠিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন ডা. মো.রোস্তম আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাড. ইয়াসিন আলী সরকার, প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম কুড়িগ্রাম শাখার আমির জননেতা মাও. আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাও. ফয়েজ উদ্দিন, বেলগাছা জামায়াত ইসলামীর সভাপতি ও সেক্রেটারি মাও.উমর আলী ও মো. বায়েজিদ বোস্তামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিমোহনী বাজার মসজিদ খতিব, মাওলানা শফিকুল ইসলাম সাইফী। 

বক্তারা জুলুম, নির্যাতন, আয়নাঘর, টেন্ডারবাজী, ও অত্যাচারের বিরুদ্ধে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জামায়াতের ইসলামে যোগদান করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন কুড়িগ্রাম কালচারাল একাডেমি। 

এ সময় বেলগাছা ইউনিয়নের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img