বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুড়িগ্রামে ৮০ টাকার নিচে মিলছে না সব্জি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলায় সবগুলো বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোন সব্জি । এতে বাজার খরচের সঙ্গে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা। সদর উপজেলা কয়েকটি বাজার ঘুরে দেখা যায় করলা ১০০ টাকা, আলু ৬৫ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচু ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ৮৫ টাকা, ঢেড়স ৮০ টাকা, শশা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। এদিকে এক সপ্তাহের মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের এমন ঝাঁঝ বেড়েছে যা ধরা ছোয়ার বাইরে ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

ত্রিমোহনী বাজারের সবজি বিক্রেতা আশিক মিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম   ছিল। কাঁচা মরিচ ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। বর্তমানে আরোত থেকে বেশি দাম দিয়ে সব্জি কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড়ে থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে ।’

ব্যবসায়ী মিরাজ বলেন, ‘ বর্তমানে সব ধরনের সবজির দাম ৮০ টাকার উপরে। তবে আগামী এক মাসের মধ্যে সবজির দাম কিছুটা কমতে পারে।’

নুসরাত ফার্মেসির স্বত্বাধিকারী মাসুদ রানা জানান,  ‘বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। বড় ফ্যামিলি চালাতে তাই হিমশিম খাচ্ছি।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img