মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

তিতাসে অপ্রীতিকর ঘটনা রুখে দিতে মণ্ডপে মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে শারদীয় দূর্গাপূজার ১৪ টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ডিউটি পালন করে যাচ্ছেন উপজেলার ৬৮ জন পুরুষ ও ২৮ জন মহিলা আনসার সহ মোট ৯৬ জন আনসার ও ভিডিপি সদস্যরা। সততা ও নিষ্ঠার সাথে অপ্রীতিকর ঘটনা রুখে দিতে ২৪ ঘন্টা নিরলসভাবে পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিনের দৃশ্যমান টহল কার্যক্রম চোখে পড়ার মতো।

শারদীয় দূর্গা পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন জানান, আমাদের বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও শ্রদ্ধেয় জেলা কমান্ড্যান্ট স্যারের প্রত্যক্ষ তদারকিতে ১৪টি মন্ডপে পরিদর্শনের মধ্য দিয়ে মন্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় প্রতিটি মন্দির সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত ৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছি। অত্র উপজেলায় এই শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে কোন ধরনের শৃঙ্খলা বিনষ্ট ঘটনা তৈরি করার সুযোগ নেই বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img