শনিবার, অক্টোবর ১২, ২০২৪

সার্ভেয়ারদের ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতরা ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

মঙ্গলবার(১ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ছাত্র-পেশাজীবী’ এর ব্যানারে অধিকার বাস্তবায়ন পরিষদ ধর্মঘট পালন করেছে। 

কুড়িগ্রাম জেলা সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার রনি আহমেদ ও সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রাজু আহমেদ বলেন,’ সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ তাদের অধিনস্থ অফিসগুলোতে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মররত ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির  পদমর্যাদা ও বেতন স্কেল ১০ গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার ও সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নিচের গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে যা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমরা এই বৈষম্যের অবসান চাই। আমাদের একটাই দাবি অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক।’ 

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচীতে যোগ দেন জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের সার্ভেয়ার পদে কর্মরতরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img