তাসীন তিহামী :
কুমিল্লার তিতাসে ‘আমরা সাতানী ইউনিয়নবাসী’ ফোরামের উদ্যোগে বন্যার্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর মার্কেটে দুইদিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে সহযোগী হিসেবে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন একতা, আস্থা, আঁধারে আলো ফাউন্ডেশন, এসএসটি জনকল্যাণ যুব সংগঠন, বারকাউনিয়া সমাজ সেবা সংগঠন, মোল্লা বাড়ী ভবিষ্যৎ প্রজন্ম, সাতানী নতুন স্বপ্ন, তারুণ্যের আলো ও স্বদিচ্ছা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কর্মসূচির সার্বিক তত্বাবধায়ক মো. আলমগীর কবির, প্রধান সমন্বয়ক মো. রুহুল আমিন, বন্টন সমন্বয়ক মো. মাহবুবুল হক সুমন, সমন্বয়ক পলাশ চন্দ্র সরকার, মো. মনির হোসেন, মো. মজিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, নজরুল ইসলাম, আবু তাহের মোল্লা, কামাল হোসেন মোল্লা প্রমুখ।
কর্মসূচির ধারাবাহিকতায় কুমিল্লার তিতাস, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এবং ফেনীতে বন্যাদুর্গত ১২০টি পরিবারের মাঝে ১১ লক্ষ নগদ টাকা সহযোগিতা করা হবে।