শনিবার, অক্টোবর ১২, ২০২৪

ফরিদপুরের চরভদ্রাসনে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মুদি ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক মুদি ব্যবসায় নিহত। নিহত আমিনুল ইসলাম বাচ্চু (৩৫)ওই উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোদ্ধা গ্রামের মোজাহার শেখের ছেলে।  

বুধবার সকাল আটটার দিকে সায়ের মোল্যার বাজারে এই ঘটানা ঘটে। 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গফ্ফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত একজন কে হাসপাতালের নেয়ার পর মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের খালাতো ভাই আসিফ কবির জানান, নিহত বাচ্চুর সাথে চাচাতো ভাই আজিজ মুন্সি ও আকবর মুন্সির জমি নিয়ে বিরোধ ছিল। তারই জেরে আজিজ মুন্সির নেতৃত্বে কয়েকজন আজ সকাল ৮টার দিকে গাজীরটেক ইউনিয়নের সায়ের বাজারে এসে বাচ্চুকে মারধর করে চাকু দিয়ে আঘাত করে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুত্বর থাকায় ফরিদপুরে মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img