তাসীন তিহামী :
কুমিল্লার তিতাসে মাদক, চাঁদাবাজি, জুয়া ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আবদুল হালিম মাসুমের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বাবু, সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহান, সহকারী শিক্ষক রাজিব মিয়া, অমৃত লাল, আল আমিন, বাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এসফার প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, সাংবাদিক শরীফ আহমেদ সুমন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মো. ইব্রাহিম, রমিজ উদ্দিন এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
একইদিনে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে রং-তুলির আঁচড়ে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।