রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
‘আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। আমাকে সহযোগিতা করুন, আমাকে বাঁচান। বাবার মত আমিও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাচ্ছি।’
একুশ আগস্ট বিকালে ঢাকা পল্টন দৈনিক বাংলা মোড় এলাকায় নির্মাণকাজ দেখাশোনা করতেন কুড়িগ্রাম সদর এলাকার বিষ্ণুপুর পাইকপাড়া গ্রামের ওয়াহেদ আলীর একমাত্র পুত্র সন্তান শফিকুল ইসলাম শফি (৩৪)। সঙ্গে ছিলেন দুই সহকর্মী লাভলু ও ইদুল। তারাও নির্মাণ শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। আন্দোলন দেখার জন্য রাস্তায় আসে তারা ৩ জন। ছাত্র জনতার উপর পুলিশ ধাওয়া করলে শফিকুল ও তার দুই সহযোগীও দৌড় দেন। দৌড়ের এক পর্যায়ে পিছন ফিরে তাকালে পুলিশের একটি রাবার বুলেট এসে লাগে সফিকুলের ডান চোখে। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান শফিকুল। সহকর্মী লাভলু ও ইদুল তাকে উদ্ধার করে ইসলামিক হাসপাতাল এবং পরে ঢাকা চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর উন্নত চিকিৎসার কথা বলেন চিকিৎসরা। এমতাবস্থায় ৩ আগস্ট কুড়িগ্রামে চলে আসেন শফিকুল।
তার সহকর্মী ঈদুল জানান, ‘সফিকুলকে নিয়ে একের পর এক হাসপাতালে যাই। যদিও প্রাথমিক চিকিৎসা হয়েছে। এখন তার জন্য উন্নত চিকিৎসার দরকার।’
শফিকুল জানান, ‘আমার উপার্জনের টাকায় সংসার চলে। বাবা অন্ধ কাজ করতে পারে না। চোখে কালো চশমা ও হাতের টিস্যু আমার নিত্য সঙ্গি। আমাকে সহযোগিতা করুন। আমি আবারো দেখতে চাই।’