তাসীন তিহামী :
কুমিল্লার তিতাসে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্লাবন ভূমিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও মাছের পোনা উৎপাদনের জন্য প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক-উর-রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার।