সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

রাজাপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল সরকারি অনুদানের নগদ অর্থ ও গাছের চারা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ২৭জন গরিব ও অসহায় মানুষের মাঝে ১ লাখ ৭৩ হাজার ১০০ টাকার মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের মঞ্জুরিতকৃত বিশেষ অনুদানের অর্থ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি -১ (রাজাপুর – কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম স্বহস্তে ২৭ জন গরীব ও অসহায় মানুষের হাতে নগদ অর্থ ৬ হাজার ৫ শত টাকা তুলে দেন।

এছাড়া ঝালকাঠির রাজাপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক বন বিভাগের উদ্যোগে ৪র্থ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৫০০টি গাছের চারা বিতণের উদ্বোধন করা হয়।রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান (বাপ্পি), মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল, সংসদ সদস্যের এপিএস ব্যারিস্টার মোঃ মিজানুর রহমান সহ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জাতীয় মহিলা ফুটবলার ও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী রেহেনা আক্তারের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img