জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর আয়োজনে অনুষ্ঠিত হলো হাইকিং কার্যক্রম।
১০ জুলাই (বুধবার) বিকাল ৩:৩০ টায় রোভার স্কাউট ডেন ৪০নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে সদর এর বিভিন্ন রাস্তা ট্রেকিং করে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এসে হাইকিং সমাপ্ত করেন।
হাইকিং এ অংশ নেন শরীয়তপুর জেলার বিভিন্ন স্কাউট ইউনিট ও রোভার ইউনিটের ৩০ জন সদস্য। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার এর রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ স্কাউটার কামরুল হাসান মোল্লা, শরীয়তপুর জেলা রোভার এর সহকারি কমিশনার (গার্ল-ইন স্কাউটিং বিভাগ) স্কাউটার কোহিনূর খানম এবং শরীয়তপুর জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি মশিউর রহমান।
হাইকিং শব্দের অর্থ উদ্দেশ্যমূলক পরিভ্রমণ।
যে কোন পথ নির্দেশনা অনুসরন করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য স্কাউটরা পায়ে হেটে ভ্রমণ করবে। ভ্রমণ কালে পথিমধ্যে আশেপাশের পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবে। হাইকিং এর মাধ্যমে বিশেষ করে প্রকৃতি পর্যাবেক্ষণ, মানচিত্র অংকন ও গঠন, অনুসরণ চিহ্ন, কম্পাস স্থাপন ও গঠন, ফিল্ড বুক তৈরি, অর্থ সামাজিক জরিপ, রান্না, ক্যাম্প ফায়ার রিপোর্টিং ও অন্যান্য প্রায়োগিক বিষয় সমূহ শিখানো ও অনুশীলন করা হয়।
সিনিয়র রোভার মেট মোঃ হানিফ বেপারী বলেন, হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা রাস্তা বা হাইকিং ট্রেইল ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পায়ে হাটাকেই হাইকিং বলে।
সিনিয়র রোভার মেট প্রতিনিধি মশিউর রহমান বলেন, হাইকিং পরিশ্রমের এবং কষ্টের কাজ হলেও এটি যেমন আনন্দের, তেমনি শরীরের জন্যও উপকারী। এটি একটি উদ্দীপনাপূর্ণ চিত্তবিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি। এর মাধ্যমে স্কাউট ও গার্ল-ইন স্কাউট প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা তাদের মনকে উদার করে তোলে।
সমাপনী বক্তব্যে স্কাউটার কামরুল হাসান মোল্লা বলেন, প্রকৃতিতে হাইকিং এর সময় প্রকৃতির রুপ রস গন্ধ এবং শব্দ পর্যবেক্ষণ করার চর্চার ফলে যে কোন বিষয়ের বহুমাত্রিকতা সম্পর্কে ধারণা অর্জন করা সহজ হয়। ফলে ব্যাক্তি, পারিবারিক অথবা সামাজিক জীবনে অন্যের সাথে ভালো বোঝাপড়া হয়।