রবিবার, অক্টোবর ৬, ২০২৪

কুড়িগ্রামে ভাসমান মরদেহ উদ্ধার 

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের একটি খালের পানি থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের বিসিক শিল্প নগরির কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কের একটি সেতুর পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিসিক শিল্প নগরির কাছে যোগাযোগ মোড় নামক স্থানে কুড়িগ্রাম-চিলমারী সড়কের ওপর থাকা ব্রিজের উত্তর-পশ্চিম প্রান্তে খালের পানিতে উপুর হয়ে লাশটি ভেসে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  এ.কে.এম ওহিদুন্নবী এবং ওসি মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সম্ভবত দুই তিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। পরিচয় সনাক্তে পার্শ¦বর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

এসআই বাবলা বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সড়ক দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে থাকতে পারে। অন্য কোনও ঘটনা রয়েছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। পরিচয় সনাক্ত করার পর বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থল থেকে ফিরে ওসি মাসুদুর রহমান বলেন, ‘বেলা ১২ টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক দল কাজ করছেন। আমরাও ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করছি। লাশ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img