শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে উরে গেলো ঘরের টিন ও বেড়া

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরার বিকেনগর ইউনিয়নে বসত বাড়ির ভিতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ জুন)  দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার বিকেনগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের দলিল উদ্দিন মাদবরের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী দলিল উদ্দিনের স্ত্রী ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে  লাকরি  ঘর থেকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় আমাদের বাড়িতে থাকা লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম বলেন, দুপুরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বেরিয়ে দেখি চারিদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ। লাকরি ঘরের কাছে গিয়ে দেখি পাটাতনের নিচে মাটি গর্ত হয়ে আছে এবং টিনের বেড়া ও পাটাতনের কাঠ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। 

স্থানীয় বাসিন্দা  লিটন সিকদার বলেন, দুপুরে আমি আর আমার বাড়ির পিছনে বাঁশঝাড় থেকে বাশ কাটছিলাম। এমন সময় বিকট শব্দ শুনি। এতে আমরা প্রথমে ধারনা করেছিলাম ট্রান্সমিটার ফুটে এরকম শব্দ হয়েছে। এরপর দলিল উদ্দিন মাদবরের বাড়িতে চিল্লাচিল্লি শুনে দৌড়ে এই বাড়িতে আসি। এসে দেখি পুরো বাড়ি ধোয়ায় অন্ধকার হয়ে আছে। পরে এই বাড়ির মানুষের থেকে শুনতে পারি কারা যেনো এখানে বোমা রেখে গেছে।

এ ব্যাপারে দলিল উদ্দিন মাদবর বলেন, আমরা দলবল করি। দীর্ঘদিন ধরে আমাদের এইখানে দুইটি সমাজের মধ্যে বিরোধ চলে আসছে। আমি ধারণা করছি বিপক্ষ দলের লোকজন আমাদের ফাসানোর জন্য আমার বাড়িতে বোমা রেখে গেছে। সেই বোমা রোদের তাপে গরম হয়ে আজ দুপুরে বিস্ফোরিত হয়েছে। 

জানতে চাইলে বিকেনগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূইয়া বলেন, আমি জানতে পেরেছি ঐ গ্রামে দুইটি গ্রুপ তৈরি হয়েছে। মারামারি লাগলে যাতে সহজেই সরঞ্জামাদি পাওয়া যায় এজন্যই দলিল উদ্দিনের লাকড়ি ঘরে নিজেরাই বোমা লুকিয়ে রেখেছিলো। আজ দুপুরে সেই বোমা বিস্ফারিত হয়ে ঘরের পাটাতন, বেড়াসহ সিমন্টের পীড়া উড়ে যায়। 

এ ব্যাপারে জাজিরা থানার অফিসার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img