মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কুড়িগ্রামে চিতাবাঘের শাবক উদ্ধার 

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে একটি চিতাবাঘের শাবক আটক করছে এক ব্যবসায়ী । সেখান থেকে বন বিভাগ উদ্ধার করেছে বাঘের শাবকটি।

জানা গেছে, রৌমারী উপজেলার  যাদুর চর  ইউনিয়নের  করতিমারী বাজারের আর এস ফ্যাশন নামে একটি দোকানে গত ১৬ জুন রাতে আর এস ফ্যাশনের ভিতরে ঢ়ুকে পরে চিতা বাঘের শাবকটি দোকান মালিক রাসেল ইসলাম দেখতে পেয়ে শাবকটিকে খাঁচায় আটকে রাখেন। সংবাদ পেয়ে ৬ দিন পর ২২ জুন শনিবার বিকেলে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তারা চিতা বাঘের শাবকটিকে উদ্ধার করেন । 

দোকান মালিক রাসেল জানান রাত আড়াইটার দিকে দোকানের ভিতর বাচ্চাটি প্রবেশ করে । প্রথম দেখে বিড়ালের মত মনে হলোও পরে ভালো করে দেখা হয় চিতা বাঘের বাচ্চা। পরে বাচ্চাটিকে খাঁচা আটকে রাখি । বাচ্চাটি মানুষ দেখলে গর্জে ওঠে । স্থানীয়রা  জানান পার্শবর্তী ভারতের আসাম প্রদেশের মান কারচর পাহাড় থেকে বন্যার পানিতে স্রোতে ভেসে আসে।

রৌমারী বন বিভাগের  ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামের একটি চিতা বাঘের বাচ্চা আটকের খবর শুনে সেটি উদ্ধার করা হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জানান বন বিভাগের উদ্বোধন কর্মকর্তাকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img