শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

তিতাসে সৌদি প্রবাসী ও কারখানা শ্রমিকের বসত ঘর পুড়ে ছাই

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৌদি আরব প্রবাসী ও এক কারখানা শ্রমিকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ জুন) রাত বারোটার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের ২য় সরস্বতীর চর গ্রামের রহমত আলীর ছেলে সৌদি প্রবাসী মো. বিল্লাল হোসেন ও আবদুল বারেকের ছেলে কারখানা শ্রমিক মো. মোমেন মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর মধ্যেই আসবাবপত্র সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে পরিবার দুটি।

সৌদি প্রবাসী মো. বিল্লাল হোসেনের স্ত্রী জিয়াসমিন আক্তার জানান, “আমি আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম, আইসা দেখি আমার সব পুইড়া ছাই অইয়া গেছেগা। আমি ১সিট জামা লইয়া গেছি, আমি কিছু নেই নাই, সব এনো রইছে, আমার সব পুইড়া গেছেগা, আমার সব শেষ অইয়া গেছেগা। এইডা অই আমার বাসা আছিলো, আমার বাসা শেষ, বাচ্চাকাচ্চা লইয়া এহন কই থাকমু, আমি কই থাকমু… (বলে কান্নায় ভেঙে পড়েন)।

পুড়ে যাওয়া ঘরের এক কোণে বসে “নাতিপুতিডিরে লইয়া কই থাকমু” বলে অশ্রুসিক্ত চোখে আহাজারি করতে থাকেন সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের বৃদ্ধ মা। 

কারখানা শ্রমিক মো. মোমেন মিয়ার মা হাফেজা বেগম বলেন, “এই ঘরডাত অই আমি থাকতাম, এই ঘরডা পুইড়া গেছেগা। ঘরে অনেক মালছামানা আছিলো, সব পুইড়া ছালি (ছাই) অইয়া গেছেগা। অনে জানি আমি মাথাডা লুকামু, হেই জায়গাডাও আমার নাই।”

সরস্বতীর চর গ্রামের মো. ইব্রাহিম মিয়া বলেন, রাত ১২টার দিকে আগুন দেখে সবাই নিভানোর চেষ্টা করি, অনেক কষ্ট করে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নিভাতে সক্ষম হই, কিন্তু এর আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সৌদি প্রবাসী বিল্লাল ঋণ করে ৮ মাস আগে ৭ লাখ টাকা খরচ করে ভিটপাকা চৌচালা ঘরটি নির্মাণ করেছিল। আর দেড় বছর আগে ৫ লাখ টাকা খরচ করে পাশের চৌচালা ঘরটি নির্মাণ করেছিল মোমেন মিয়া। দুটি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরিবার দুটির। 

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, এর আগে এবিষয়ে কেউ জানায়নি, আপনার মাধ্যমে জানলাম। খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img