মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

তিতাসের মজিদপুরে নান্দনিক ডিজাইনে গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার তিতাসের মজিদপুর জামিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসায় নান্দনিক ডিজাইনে গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (৯ জুন) মজিদপুর জামিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসায় নান্দনিক ডিজাইনে গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মজিদপুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ হুমায়ুন কবির ও মজিদপুর জামিয়া মাহমুদিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আবদুল বাতেন সহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।

ডিজিএম মুহাম্মদ হুমায়ুন কবিরের অর্থায়নে নান্দনিক ডিজাইনের গেইট নির্মাণের কাজ করা হবে। 

এর আগে মজিদপুর জামিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসার অফিস কক্ষে মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নান্দনিক ডিজাইনে গেইট নির্মাণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আবদুল বাতেন সাহেব, মো. রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম মনু মেম্বার, আব্দুল লতিফ মাল, মতি মিয়া, মোসলেম মিয়া, মনির হোসেন, আবদুল লতিফ ফকির, মাওলানা সুলতান মাহমুদ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।

একইদিন মজিদপুর পোস্ট অফিস সংলগ্ন জামে মসজিদ কমিটির অনুরোধে ডিজিএম মুহাম্মদ হুমায়ুন কবির মসজিদ পরিদর্শন করেন এবং কমিটির অনুরোধে মসজিদ সম্প্রসারণের লক্ষ্যে ১ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।

উল্লেখ্য, মজিদপুর গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ব মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিস আলী প্রধানের নাতি ও সাবেক কর্মকর্তা হাজী মোহাম্মদ আবদুল হাই-এর ছেলে ডিজিএম মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব ১৯৯৩ সালে মজিদপুর হাইস্কুলের পূর্ব পাড়ায় মিসকাত সুলতানা মাদ্রাসা কমপ্লেক্স, ১৯৯৪ সালে মজিদপুর শাহীবাগে রওশন হুমায়ূন মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন, ১৯৯৬ সালে মজিদপুর কেন্দ্রীয় কবরস্থান সম্প্রসারণের লক্ষ্যে ১০ শতাংশ জমি ক্রয় করে ওয়াকফ করেন এবং গ্রামের সবার আর্থিক দানে পরবর্তীতে সম্প্রসারণ কাজ অব্যাহত রয়েছে। 

ডিজিএম মুহাম্মদ হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে ২০২৩ সালে মজিদপুর কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পাশে ২৬ শতাংশ জমি স্থানীয় জনগণের অনুদানে ওয়াকফ করে কবরস্থান আরো সম্প্রসারণ করা হয়।

এছাড়াও মজিদপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় কোরআনের পাখিদের জন্য নাজেরা ভবন নির্মাণ করে দিয়েছেন ডিজিএম জনাব মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img