বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি :

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে চেয়ারে বসলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন। 

রবিবার (৯ জুন)  সকাল ১০ টায় নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চত্বরে হাজির হন। এ সময় সদর ও জেলা আওয়ামী লীগের নেতা,  ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুশফিকুল আলম হালিম নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব নিয়ে তৎকালীন প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন বলেন, ‘পরিষদ আপনাদের, আমার দরজা সব সময় খোলা থাকবে আপনাদের জন্য। আমি একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ‘

এ সময় ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো. আব্দুল আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেন। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদরে আনারস প্রতীকে ৫২৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন মনজুরুল ইসলাম রতন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img