বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন মশিউর ও লামিয়া

মোঃ হানিফ বেপারী, প্রতিনিধি জাজিরা (শরীয়তপুর):

বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর রোভার মশিউর রহমান ও গার্ল-ইন রোভার লামিয়া সানজিদা।

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল,আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন।

গত ২ জুন ২০২৪ বাংলাদেশ স্কাউটস কতৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জন এর মধ্যে বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার এর প্রথম বারের মত দুই জন এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

এ সম্পর্কে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক কামরুল হাসান মোল্লা বলেন, মশিউর লামিয়া এই অ্যাওয়ার্ড এর যোগ্য। তাদের এই অর্জন আমাদের রোভারদের জন্য একটি অনুপ্রেরণা ও শক্তি যোগাবে।

রোভার মশিউর রহমান বলেন, আমার প্রাপ্তির তালিকায় অনেক বড় একটি অর্জন যুক্ত হলো। আমরা বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজ করে থাকি। আমি ধন্যবাদ জানাই শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ কে এবং বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভারকে।

রোভার মশিউর ও গার্ল-ইন রোভার লামিয়া বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা দু’জনেই শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ সদস্য।

শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট বলেন, আমাদের জেলায় এই প্রথম কেউ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন তাও আমার গ্রুপের সদস্য দু’জন। তাদের এই অর্জনে আমি এবং আমার স্কাউট পরিবার গর্বিত। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img