তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে গাছের চারা, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২ জুন) উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এসব বিতরণ করা হয়।
বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, উপজেলা সহকারী কৃষি অফিসার কাউসার আহমেদ, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল মোল্লা, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছাদেক পাঠান, গাজীপুর বাজার কমিটির সভাপতি মো. আপেল মাহমুদ, মাছিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বাবুল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, আলাউদ্দিন বেপারী, জাহাঙ্গীর আলম, রিপন ভূইয়া, মুকবল হোসেন, আবুল কালাম আজাদ, পাভেল মাহমুদ, রমজান বেপারী, মহিলা সদস্য নাছিমা আক্তার, আছিয়া বেগম, স্বর্নেহার আক্তার শাখা প্রমুখ।