মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

প্রবাসীদের সচেতন করতে হুন্ডি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত 

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধিঃ

“হটাব হুন্ডি, বাঁচাবো দেশ,গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নন-রেসিডেন্ট গ্লোবাল বাংলাদেশি রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (এনজিআরসিএ) এর প্রেসিডেন্ট এবং নেক গ্রুপের চেয়ারম্যান শরীয়তপুরের জাজিরার কৃতি সন্তান ইকরাম ফরাজী (সিআইপি) অবৈধ চ্যানেল বা হুন্ডি প্রতিরোধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২৯মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইকরাম ফরাজী বলেন, যারা বিদেশ থেকে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারা সবসময় বিবেকের কাছে দায়ী থাকবেন। তাদের আস্তে আস্তে অনেক টাকা হয়ে গেলে সেটি কিন্তু রেকর্ড করতে পারছেন না, কারণ হুন্ডির টাকা। কখনও ইনকাম ট্যাক্স বা রেগুলেটরি অথরিটি এ সম্পর্কে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না।

তিনি আরও বলেন, প্রবাসীরা যেন বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠায় সে ব্যাপারে আমরা প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুফল সম্পর্কে বলছি।

এসময় উপস্থিত ছিলেন, এনজিআরসিএ এর নির্বাহী পরিচালক  মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, এনজিআরসিএ এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন,কো-অর্ডিনেটর মোঃ ওসমান গনি প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img