আতিকুজ্জামান, শার্শা (যশোর) : সদ্য সমাপ্ত শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার ১০নং শার্শা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্য্যলয়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই গনসংবর্ধনা আয়োজন করা হয়।
এসময় ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার নেতা-কর্মিরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহারার হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খাতুন সালমাকে ফুল দিয়ে বরন করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভালোবাসায় সিক্ত সংবর্ধিত চেয়ারম্যান সোহারাব হোসেন বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এ ভালোবাসার প্রতিদান আমি দেব, আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ, উপজেলা পরিষদ পরিচালনায় আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম- আহবায়ক ও ইউপি সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, মিজানুর রহমান, মনু মিয়া, আবু জাফর, ছাত্রলীগ নেতা রিপন ও রিমুসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।