রবিবার, অক্টোবর ৬, ২০২৪

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ২০২৪-২০২৬ মেয়াদি নির্বাচন

কামরুল সভাপতি রাশেদ সম্পাদক 

ফরিদপুর প্রতিনিধিঃ 

দ্বিবার্ষিক নির্বাচন শেষে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সিদ্দিকী কামরুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুর রাশেদ। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে শুক্রবার এ তথ্য জানা যায়। গত ২২ মে বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দুপুরে জেলা বাস মালিক গ্রুপের কার্যালয়ে কমিটি গঠনের তথ্য প্রকাশ করেন।

২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আনিচুর রহমান, কাজী সাইফুর রহমান সোহেল ও মোহাম্মদ আলী ফকির, যুগ্ম সম্পাদক- ডা. অরুপ প্রকাশ রায় অপু ও রাজিবুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মানিক চৌধুরী মিঠু, দপ্তর সম্পাদক- খান মো. আবু দাউদ রিজু, সাংগঠনিক সম্পাদক- মোহসিনুল কবির রুবেল, প্রচার সম্পাদক- সৌরভ দাস। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. জয়নাল আবেদীন, বিজন কুমার সাহা, আলমগীর মোল্লা, মো. জিল্লুর রহমান, মো. কালাম মিয়া, ফারুক আলম ভুঁইয়া, মো. সালেহ উদ্দিন মিয়া স্বপন, মোহাম্মদ শাহীনুর আলম শাহীন ও দিলীপ কুমার সরকার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img