সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

কাঠালিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ মে) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেষে বিকেলে সুশীল চন্দ্র মিস্ত্রী সভাপতি ও মেহেদী হাসান কে সাধারন সম্পাদক এবং সিরাজুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য’র কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কো আহবায়ক আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী। সম্মেলন উদ্ধোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি সুনীল বরণ হালদার। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাংগীর।

সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দাসগুপ্ত আশীষ কুমার, সহসভাপতি সঞ্জয় কুমার খান, ঝালকাঠি জেলা কমিটির সহসভাপতি মো.জাহাঙ্গির আলম খান, বরিশাল আঞ্চলিক শাখার যুগ্মসাধারন সম্পাদক ও সহকারি রিটানিং অফিসার মো.আসাদুল আলম। সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়কারি এমএম তারেকুজ্জামান, সিনিয়র শিক্ষক সেলিনা পাপড়ি, প্রধান শিক্ষক মেহেদী হাসান, প্রধান শিক্ষক ও নির্বাচন বোর্ডের সদস্য তপন কুমার খরাতী, সাবেক প্রধান শিক্ষক মো.তোফাজ্জেল হোসেন, মো.কাওসার আহম্মেদ ও সিনিয়র শিক্ষক মো.নাসির উদ্দিন হাওলাদার প্রমূখ।
পরে শিক্ষকদের ভোটে আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী সভাপতি এবং চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান সাধারন সম্পাদক ও আলহাজ কে,এইচ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য’র কমিটি গঠন করা হয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img