এ.কে পলাশ, কুমিল্লা :
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
রবিবার (১৯ মে) সকালে জেলার সদর উপজেলা চানপুর ব্রীজ সংলগ্ন শ্রিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন মোঃ আব্দুর রহমান (২০) মাদারিপুর জেলার ভাবলাতলা ৬নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে, মো: নাসির মিয়া (২১) মাদারিপুর জেলার ভাবলাতলা ৬নং ওয়ার্ড, দত্তপাড়া ইউপির চান মিয়ার ছেলে, মোঃ ইলিয়াস শেখ (৫০) মাদারিপুর জেলার বাখেরকান্দি এলাকার মৃত. মো: খালেক শেখের ছেলে, মোঃ মোজাম্মেল (২১) কুমিল্লা জেলার ৪নং আমড়াতলি ইউপির উত্তর বাঁশমঙ্গল এলাকার জহির মিয়ার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/আব্দুর রাহিম ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালি মডেল থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে কুমিল্লা জেলার সদর উপজেলার চাঁনপুর টু টিক্কারচর রোড গোমতীর আইলের উত্তরপাশে শ্রীপুর গ্রামস্থ মাষ্টার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ১টি হাইয়েস মাইক্রোবাস তল্লাশী করে ১৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যাবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।