মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পুলিশ সুপার

 

ফরিদপুর প্রতিনিধি ঃ

ফরিদপুরের চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী,  মাদক সেবনকারী,  কিশোর গ্যাংদের কঠোর ভাবে হুশিয়ারি দিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম পিপিএম।  তিনি মাদক ব্যবসায়ীদের ভাল হয়ে যেতে বলেন, এবং সেই সাথে এলাকার চেয়ারম্যান, শিক্ষকরা সেইসব অপরাধীদের ধরিয়ে দিতে বলেন,  শুধু পুলিশ দ্বারা মাদক ব্যবসায়ীদের নিমুল করা সম্ভব না।  

তিনি  শনিবার সন্ধ্যায় চর মাদবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলের বাজারে  মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, কিশোর গ্যাং,চুরি, ডাকাতি ,  ছিনতাই রোধে  এক বিট পুলিশ সবাই এসব কথা বলেন। 

ফরিদপুর কোতোয়ালী থানার আয়োজনে চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ তুহিনুর রহমান খোকন মন্ডল  এর সভাপতিতে তিনি আরো বলেন, নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে নয় শুধু পুলিশ নয় প্রতিটি নাগরিকের দায়িত্ব   জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, সাইবার অপরাধ রোধ করতে হবে। 

তিনি বলেন, আগে মেয়েদের অনেক শ্রদ্ধা করা হত, এখন মেয়েরা স্কুলে গেলে রাস্তায় ছেলেদের ইভটিজিং এর স্বীকার হয়।

একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে প্রতিটি নাগরিকের সঠিক ভাবে চলার প্রত্যয় ব্যক্ত করেন।  সভাই এসময় উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,  স্থানীয় স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img