রবিবার, অক্টোবর ৬, ২০২৪

চট্টগ্রামের খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের মশলার বাজারে অ‌ভিযান চা‌লিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বি‌ভিন্ন অ‌ভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

শ‌নিবার (১৮ মে) দুপুর ১২ থেকে বিকাল ২টা পর্যন্ত প‌রিচা‌লিত এই অ‌ভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম জানান, ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন না করা, নির্ধারিত দামের তুলনায় অধিক দামে মশলা ও পণ্য বিক্রয় করা, মূল্যতালিকা বিহীন মালামাল বিক্রয় ও মূল্যতালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মূল্য ও পরিমাণ না থাকার অ‌ভি‌যোগে ৬ টি মশলার দোকানকে ২৯ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়।

অ‌ভিযানে উপ‌স্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক মো: বেলাল। অ‌ভিযানে সহযো‌গিতা করেন কোতোয়ালী থানা পুলিশের এক‌টি টিম। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img