আতিকুজ্জামান, শার্শা (যশোর) :
যশোরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবীব খান বলেছেন, আমি প্রার্থীদের বলেছি মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠত্বতা প্রমাণ করতে হবে। জনগণের সেবক হতে হবে। কারোর উপর ভর না দিয়ে জনগণের ভালোবাসার উপর ভর করতে হবে। প্রার্থীরা আমাদের কথায় সম্মত। তাদেরকে আমরা আশ্বস্থ করতে পেরেছি। সামনের নির্বাচনগুলো আগের থেকে আরো স্বচ্ছ ও ভালো হবে। আইন শৃঙ্খলা বাহিনী আইনে প্রয়োগে কঠোর হবে। কোন ছাড় হবে না।
বৃহস্পতিবার বিকেলে যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যশোর ও রিটার্নিং অফিসার এস এম শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার যশোর
প্রলয় কুমার জোয়ারদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা মোঃ হুমায়ুন কবির, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান,শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
অতিথিগণ সকলেই তাদের বক্তব্যে শার্শা উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদেরকে বিশেষভাবে নির্দেশনা দেন।