ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির কাঠালিয়া রাজাপুর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আজ সোমবার সকালে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও রাজাপুর-কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার মো: রুহুল আমিন প্রতিদ্বন্দ্বী প্রর্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেন।
কাঠালিয়া উপজেলা:
১. বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির দোয়াত কলম প্রতীক
২.সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার কাপ পিরিচ প্রতীক
৩.উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার ঘোড়া প্রতীক
৪. বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী বই প্রতীক
১.মো. মনিরুজ্জামান গোলদার তালা প্রতীক
২. এডভোকেট মো. তরিকুল ইসলাম চশমা প্রতীক
৩ গৌতম চন্দ্র মন্ডল টিয়া পাখি প্রতীক
৪.মো. রেজাউল করিম সাদ্দাম উড়োজাহাজ প্রতীক
৫. সৈয়দ মাইনুল হোসেন টিউবওয়েল প্রতীক
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ: ১.বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম হাস প্রতীক
২.মোসাঃ সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি প্রতীক
৩.মোসাঃ শাহানাজ বেগম পদ্ম ফুল প্রতীক
৪.শেফালী বেগম ফুটবল প্রতীক
৫.নাজমিন আক্তার তুলি কলস প্রতীক
পেয়েছেন।
রাজাপুর উপজেলা:
চেয়ারম্যান পদপ্রার্থী:
১. জিয়া হায়দার খান লিটন পেয়েছেন : ঘোড়া প্রতীক
২. মিলন মাহমুদ বাচ্চু, পেয়েছেন মোটরসাইকেল প্রতীক
৩. আফরোজা আক্তার লাইজু পেয়েছেন দোয়াত কলম প্রতীক
৪. নজরুল ইসলাম মুকুলপেয়েছেন আনারস প্রতীক
৫.আহসান হাবিব সোহাগ পেয়েছেন কাপ পিরিচ প্রতীক
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী:*
১. নাসির মৃধা, পেয়েছেন মাইক প্রতীক
২. চন্দ্র শেখর হালদার পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।
৩. দুলাল তেওয়ারি পেয়েছেন তালা প্রতীক
৪. আব্দুল্লাহ আল হাসান বাপ্পি, পেয়েছেন বই প্রতীক:
৫. জিয়াউল হক লালন, পেয়েছেন টিবওয়েল প্রতীক
৬. সোহেল আহমেদপেয়েছেন চশমা প্রতীক।
*ভাইস চেয়ারম্যান (মহিলা) পদপ্রার্থী:*
১. মোসাঃ সালমা বেগম পেয়েছেন কলস প্রতীক
২. নাজমুন্নাহার পুতুল, পেয়েছেন ফুটবল প্রতীক
৩. হাফিজা আক্তার পিংকি পেয়েছেন প্রজাপতি প্রতীক
৪. নাসরিন সুলতানা পেয়েছেন পদ্মফুল
প্রতীক
৫. সুমনা পারভিন সুমি পেয়েছেন হাস প্রতীক
৬.নাসরিন আক্তার পেয়েছেন সেলাই মেশিন প্রতীক।
আগামী ২৯ মে ষষ্ঠ ধাপে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।