এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় মহানগর ছাত্রলীগের পাচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নুর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক, টিটু মজুমদারকে প্রথম সহ-সভাপতি, দিদারুল হক আকাশকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলামকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার (১১মে) বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। রাত আনুমানিক সাড়ে আটটায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ.কে.এম আবদুল আজিজ সিহানুক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সুচনা।
সম্মেলনে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের ৭৫০ জন কাউন্সিলরসহ অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস সাংবাদিকদেরকে জানান, পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির নাম গঠনতন্ত্র মোতাবেক ঘোষণা করা হয়। ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যদের নাম ঘোষিত কমিটির সদস্যরা তৈরি করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেবে। এরপর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।