শনিবার, অক্টোবর ১২, ২০২৪

পটুয়াখালীতে ভাতিজার দা’য়ের কোপে চাচা খুন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে মানুষিক ভারসাম্যহীন ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদার (৭০) খুন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটেছে। এছাড়া বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার দিন আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত বিকারগ্রস্থ ছেলে সহিদ শিকদার (৩০) অজানা কারণে আকস্মিকভাবে উত্তেজিত হয়ে একাধিক প্রতিবেশীর ঘরের দরজা জানালা পিটিয়ে দিগবিদিক ছোটাছুটি কালে চাচা সম্পকের্র সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারাল দাও কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশী লোকজন বিকারগ্রস্থ শহিদকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু ঘটে।
অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কোন পূর্ব বিরোধ না থাকলেও মানুষিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটিয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img