রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান একই ইদগাহ মাঠে পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেন।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ঃ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর বকসী পাড়া ইদগাহ মাঠে কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু একই ইদগাহ মাঠে পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মুসল্লিদের সকলকে ভেদাভেদ ভুলে ইদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান। এছাড়া জেলার সর্বস্তরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এ আশা ব্যক্ত করেন তিনি।
এরপর খতিব আবু বক্কর সিদ্দিক তার দোয়ায় অসুস্থ আব্দুর রাজ্জাক বকসী (রাজা বকসী) জেলা চেয়ারম্যানসহ উপস্থিত সকল ও বিশ্ব মুসলিমের জন্য দোয়া ও মোনাজাত করেন।