রবিবার, অক্টোবর ৬, ২০২৪

শরীয়তপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

মোঃ হানিফ বেপারী, জাজিরা (শরীয়তপুর) :

৮ এপ্রিল ২০২৪ (সোমবার), শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজন করলো বিশেষ ডে ক্যাম্প।

রোভার ডেন (৪০নং পূর্ব কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়) সদর, শরীয়তপুরে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিভিন্ন চ্যালেঞ্জ, প্রতিযোগিতা, ইফতার বিতরণ, স্কাউটস ওন এবং ইফতার মাহফিলের মাধ্যমে ‘শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ’ সম্পন্ন করলো “বিশেষ ডে-ক্যাম্প”। 

দেশ স্বাধীনের পর পরই ৮-৯ এপ্রিল এক সভায় বর্তমান ‘বাংলাদেশ স্কাউটস’-এর সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ৮ই এপ্রিল প্রতিবছরের ন্যায় “বাংলাদেশ স্কাউটস দিবস” উদযাপন করেছে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে, স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যসহ অংশগ্রহন করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট, রোভার, লিডারগণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img