শনিবার, অক্টোবর ১২, ২০২৪

নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যােগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুম্মা নবীনগর উপজেলার ভিটি বিশাড়া দঃপাড়া যমুনা ব্রীজ সংলগ্ন অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের কার্যালয়ে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠন একটি আত্ব মানবতার সংগঠন, এই সংগঠনের উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করা সংগঠনে পরিকল্পনা। এই অভির ওয়ারিশ, গোত্রের যুবকরা প্রবাসে থেকে তাদের পরিশ্রমের অর্জত অর্থের একটি অংশ দিয়ে কোথায়ও জনসাধারণের জন্য রাস্তার পাশে টিউবওয়েল স্থাপন, আবার অনাহারে দিনাতিপাত মানুষ গুলোর মুখে খাবার তুলে দেওয়া, মসজিদ নির্মানে অগ্রণীভুমিকা রাখা, ওয়াজ মাহফিলে সহায়তাসহ হতদরিদ্র দের চিকিৎসা সেবা, বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবত। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মা বাদ ভিটি বিশাড়া গ্রামের হতদরিদ্র দের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন সংগঠনের পক্ষে অভির গোত্রের সন্তান ইসলামী চিন্তাবিদ মাও মোঃ আবুল হাসান ও একই গোত্রের সন্তান, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুন, সমাজ সেবক মোঃ খসরু মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন মিয়া, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আলী আহমেদ, বজলুমিয়া, মাহফুজুর রহমানসহ গোত্রের নেতৃবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন এই রকম ভাবে সমমাজে বিত্তবানরা যদি এগিয়ে এসে দরিদ্র দের পাশে দাঁড়াতো তাহলে সমাজে দরিদ্র হ্রাস পেত।আমরা আশা করবো অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের মতো আরো একাধিক সংগঠন সৃষ্টি হোক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img