বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত এস আই রাজু আহাম্মেদ ও এস আই মুস্তাফিজুর রহমানকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) এ নির্দেশ আসার পরপরই তাদেরকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ক্লোজ হওয়ার পরপরই গুঞ্জন উঠেছে এস আই রাজু চেকপোষ্ট থেকে বিভিন্ন দোকান থেকে মোটা অংকের চাঁদা তুলে আসছিলেন। তাছাড়াও সাম্প্রতিক সে কয়েকজন পাসপোর্ট যাত্রী সহ মালামাল আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। তাদের ক্লোজ হওয়ায় সাধারন জনগন ও ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে নাভারন সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বেনাপোল পোর্ট থানার দুই এসআই অফিসিয়ালি ক্লোজ হয়েছে। পরবর্তিতে তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।