রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আপন বড় ভাই ও ভাতিজার লাঠির আঘাতে ছোট ভাই শফিকুল ইসলাম সাইদী (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলায় কাঁঠালবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জোতগোবদ্ধর্ন গ্রামে আপন বড় ভাই সহিদুল ইসলাম (৪০) এর সাথে ছোট ভাই শফিকুল ইসলাম সাঈদীর (৩০) সাথে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ইফতারির আগে একই গ্রামের সোহেলের সেচ পাম্পে পানির বিল পরিশোধ না করে নালা কেটে পানি নেয় শহিদুল ইসলাম । এতে সেচ পাম্প মালিক সোহেল ও তার মায়ের সাথে সহিদুলের বাকবিতণ্ডা হয়। সেচ মালিকের পানির নালা কেটে দেয়ার হুমকি দেন শহিদুল। এতে সোহেল ও তার মা বলে তোমার ছোট ভাইকে পাও নাই যে ঝগড়া করে মারতে আসবে।
এমতাবস্থায় সফিকুল ইসলাম সাইদী বাড়ি থেকে দোকানের উদেশ্যে রওয়ানা হলে বড় ভাই ও ভাতিজার আঘাতে বাড়ির উঠানে মাটিতে পরে যান সফিকুল ইসলাম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
সফিকুল ইসলাম সাইদী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে এর আগেও আঘাত করা হয়েছিল। আমি ফিডের দোকান যাচ্ছিলাম। এ সময় সহিদুল ও তার ছেলে লিংকন ডাছের ডাল ও বটি দিয়ে আমাকে আঘাত করে বিকাশের জন্য পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
লিংকন জানান, ফোন রেকর্ড করা নিয়ে কথা কাটাকাটি হয়। সফিকুল প্রথমে আমাকে আঘাত করতে আসে।’
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক অফিসার বলেন, ‘যেহেতু মাথায় ৪টি সেলাই পড়েছে তাই আঘাত গুরুতর। ডিউটিরত ডাক্তার দেখে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিবেন।’