মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কুড়িগ্রামে কলেজ কক্ষে বসে মদ্যপান, অধ্যক্ষকে বরখাস্ত 

রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রতিষ্ঠানে নিজ কক্ষে বসে মদ পান ও অর্থ আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করেছে কলেজটির গভর্নিং বডি।

 রবিবার (৩১ মার্চ) কলেজের গভর্নিং বডির সভাপতি, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. মেহেদুল করিম স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

পৃথক একটি সিদ্ধান্তে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠতম  সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে গভর্নিং বডি।

গভর্নিং বডির সভাপতি মো. মেহেদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলের বিরুদ্ধে প্রতিষ্ঠানে বসে মদ পান ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় মর্মে প্রতিবেদন দাখিল করে। একই সাথে নৈতিক স্খলন, পেশাগত অসদাচরণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি এবং কর্তব্যে অবহেলা ও অদক্ষতার অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। এসব অভিযোগের প্রেক্ষিতে দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক চাকুরিবিধি অনুযায়ী অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হলো।’

প্রসঙ্গত, সদ্য বরখাস্ত হওয়া অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেল প্রতিষ্ঠানে বসে নিয়মিত মদ পান করেন বলে অভিযোগ উঠে। এছাড়াও তার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে কলেজের টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। সালাহ উদ্দীন রুবেল মনগড়া ভাউচার ও চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৬ লক্ষ আত্মসাত করেছেন মর্মে প্রতিবেদন দেয় নিরীক্ষা কমিটি। এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি তা স্বীকার করে জবাব প্রদান করেন। সার্বিক বিষয় বিবেচনায় সালাহ উদ্দীন রুবেলকে অধ্যক্ষ পদ হতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি।

গভর্নিং বডির সভাপতি মো. মেহেদুল করিম বলেন, ‘ অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img