আহনাফ তিহামী :
কুমিল্লার তিতাসে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডা. এম এ সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূরনবী সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ রানা প্রমুখ।