মোঃ আতিকুজ্জামান, শার্শা উপজেলা প্রতিনিধি:
বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শুণ্য রেখায় নূর ইসলাম নামে বাংলাদেশী পাসপোর্টধারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিল। এসময় দীর্ঘ লাইনে অসুস্থ হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত পাসপোর্টধারী যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতগামী ভুক্তভোগী পাসপোর্টধারীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এসময় কেউ অসুস্থ হলেও শুন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকেনা। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও হয়নি।
ভুক্তভোগী পাসপোর্টধারীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্শন করেছেন।