মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

ফরিদপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে মানব কল্যাণ ও শান্তি কামনায় দোয়া

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত ইফতার মাহফিলে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, শিক্ষক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন দরগা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্ণা হাসান হাসান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার পিএএ, এনএসআর এর অতিরিক্ত পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইসতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, জেল সুপার মোঃ তায়েফ উদ্দিন,সাবেক জেলা মোঃ আবুল ফয়েজ, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নজরুল ইসলাম, প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রবীন সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোদাররেছ আলী ইছা, জেলা জামাতের আমির অধ্যক্ষ বদর উদ্দিন, জেলা আইনজীবী  সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ বেপারী, বিশিষ্ট রাজনৈতিক শওকত আলী জাহিদ, নাজমুল ইসলাম খন্দকার লেভি, মনিরুল হাসান মিঠুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতার  মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img