সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

শরীয়তপুরের জাজিরায় বোমার আঘাতে যুবক আহত

মোঃ হানিফ বেপারী, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মারামারির ঘটনায় বোমার আঘাতে এক যুবকের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কবির আলম। 

আহত সজিব মুন্সী (২৫) বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারী গ্রুপ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা আ: জলিল মাদবর গ্রুপের মধ্যে এর আগেও দফায়-দফায় সংঘর্ষ হয়। এ বিষয়ে জাজিরা থানায় সর্বমোট ১০টি মামলার অধীনে বেশ কিছু আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছিলো জাজিরা থানা পুলিশ। এছাড়াও বোমার আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছে এবং শত-শত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সর্বশেষ গত (২৬ মার্চ) গতকাল মঙ্গলবার সকালে মিয়া চান মুন্সী কান্দি গ্রামের দুই চাচাত ভাই জমি নিয়ে মারামারি করে। বিকেলে ওই মারামারি আব্দুল কুদ্দুস বেপারী ও জলিল মাদবর গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করা হয়। এসময় ককটেলের আঘাতে সজিব মুন্সী নামে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা  জলিল মাদবর  বলেন, গত মঙ্গলবার জমি নিয়ে দুই চাচাত ভাইয়ের দ্বন্দকে কেন্দ্র করে সন্ধ্যার পরে কুদ্দুস বেপারীর লোকজন বাড়িঘর লুটপাট করেছে। এসময় একজনের হাতও ভেঙে যায়। এরপর বুধবার রাতে কুদ্দুস বেপারী নিজে তার লোকজন নিয়ে এসে বোমা মারে। বোমার আঘাতে আমার সমর্থক সজিব নামের একজনের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গেছে। আমি ঢাকায় আছি, এঘটনায় আমি মামলা দায়ের করব।

বিলাশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, মহর খার কান্দি নামে একটি গ্রাম আছে। ওখানে বসে আমার ৫-৬ জন লোক চা পান করতেছিল। এমন অবস্থায় জলিল মাদবর গ্রুপের একদল লোক বোমা নিয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে আমার লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, ধাওয়া দিতে গিয়ে জলিল মাদবর গ্রুপের আহত ওই লোকটা বোমা নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়েছিল। এরপর বোমা বিস্ফোরণ হয়ে সে আহত হয়েছে। 

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমা বিস্ফারণ হয়ে সজিব নামে এক যুবক আহত হয়েছে। আমরা ঘটনা স্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img