কুমিল্লার তিতাসে তিতাস ক্লাব লিমিটেডের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুরে তিতাস ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহমেদ, তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ সাত্তার, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির শিকদার ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, তিতাস ক্লাব লিমিটেডের সাব-কমিটির সভাপতি রফিকুল ইসলাম নিরব, আওয়ামী লীগ নেতা মিজান মেম্বার, সেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন, বোরহান ও ইয়াকুব প্রমুখ।